parbattanews

লামায় বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

হাতির পাল

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে কৃষক রশিদ আহম্মদ (৫৮) নিহত হয়েছেন। ইউনিয়নের দক্ষিণ হায়দার নাসি এলাকায় শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, রাতে বন্য হাতির পাল হায়দার নাসি এলাকার কৃষি জমিতে নেমে পাকা ধান নষ্ট করতে থাকলে কৃষক রশিদ আহম্মদ হাতি তাড়ানোর চেষ্টা করেন। এ সময় বন্য হাতি তাকে তাড়া করে শুঁড় দিয়ে প্যাঁচিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই প্রাণ হারায় রশিদ।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, লাশ উদ্ধার করে স্বজনদের বুঝিয়ে দেয়া হযেছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে ফাঁসিয়াখালী এলাকায় বন্য হাতির পাল লোকালয়ে হানা দিয়ে পাকা ধান, ফলের বাগান ও ঘরবাড়িতে হানা দিয়ে ব্যাপক ক্ষতি করছে। এলাকাবাসীদের মধ্যে ‘বন্য হাতি আতঙ্ক’ বিরাজ করছে।

Exit mobile version