parbattanews

লামায় বাল্যবিবাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:

বান্দরবানের লামায় ৫ম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিলেন উপজেলা প্রশাসন। বুধবার রাত ১১টায় কনের বাড়িতে বিবাহের অনুষ্ঠান সম্পাদনের সময় বেরসিক পুলিশ বর ও কনেসহ তাদের পিতা মাতাকে আটক করে।

সূত্র জানায়, মেওলারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী আসমা আক্তারের সাথে চাঁদুপর জেলার মতলব থানার কালি আইস এলাকার আব্দু রশিদের ছেলে ডুবাই ফেরত মো. কবিরের সাথে বিবাহের প্রায় সব আয়োজন সম্পন্ন হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু’র নির্দেশে বুধবার রাতে বিনা দাওয়াতে পুলিশ হাজির হন। পুলিশ বর কনে সহ উভয়ের পরিবারের অভিভাবক ৭জনকে আটক করে নিয়ে উপজেলা নির্বার্হী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে।

উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বর কনে ও উভয়ের অভিভাবক থেকে ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার এবং মেয়েকে নিয়মিত লেখাপড়া করাবে এরকম মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেন।

Exit mobile version