parbattanews

লামায় বাল্য বিবাহ চেষ্টার অভিযোগে জরিমানা

 

লামা প্রতিনিধি:

উপজেলার লামা ইউনিয়নের বইল্যাচর এলাকায় বাল্য বিবাহ প্রদানের চেষ্টার অভিযোগে বর ও কনে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) সায়েদ ইকবাল শুক্রবার দুপুরে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্য বিবাহ প্রদানের চেষ্টা র্ব্যথ করে দেন।

লামা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কাশেম জানান,  লামা ইউনিয়নের বইল্যারচর  এলাকার মনির হোসেনের ১২ বছরের মেয়ে মনি বেগমের সাথে একই ইউনিয়নের চিউনীপাড়ার আবদুল মজিদের ১৬ বছরের ছেলে আব্বাস মিয়ার সাথে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার দুপুরে কনের পিত্রালয়ে বরযাত্রীর আপ্যায়নের ব্যবস্থা করা হয়। কনের পিতা মনির হোসেন জানান, মনি বেগম লোহাগাড়ার পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রি।

সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ ইকবাল খবর পেয়ে কনের পিত্রালয়ে উপস্থিত হয়ে বাল্য বিবাহ প্রদান বন্ধ করেন। বাল্য বিবাহ প্রদানের চেষ্টার অভিযোগে মোবাইল কোর্ট পরিচলনা করে বর ও কনে পক্ষকে  ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।

লামা থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন বাল্য বিবাহ বন্ধ ও জরিমানার বিষয়টি নিশ্চত করেছেন।

Exit mobile version