parbattanews

লামায় বিনামূল্যের বীজ ও সার পেল ৩৫০ জন প্রান্তিক কৃষক

লামা উপজেলার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

বান্দরবানের লামা উপজেলার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রবি ২০১৯-২০ মৌসুমে ভুট্টা ও চিনাবাদাম প্রণোদনা কর্মসূচির আওতায উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে এ সব বিতরণ করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। নিবার্হী অফিসার নূর-এ-জান্নাত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সানজিদা বিনতে সালাম, মু্িক্তযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোপন কান্তি চৌধুরীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, প্রান্তিক কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তা প্রমুখ।

Exit mobile version