parbattanews

লামায় বেওয়ারিশ কুকুরের টিকা দান শুরু

BandarBan dog pic 01.05

স্টাফ রিপোর্টার:

জলাতংক রোগ মুক্ত ও জনসচেতনা বৃদ্ধি করতে লামায় বেওয়ারিশ কুকুর টিকা দান কর্মসূচি শুরু হয়েছে। রোববার লামা উপজেলা পরিষদের শহীদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন লামা পৌর সভার মেয়র জহিরুল ইসলাম। বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার আয়োজনে লামা পৌরসভার সার্বিক তত্ত্ববধানে এ কর্মসূচি শুরু হয়।

এ সময় লামা পৌরসভার কাউন্সিলর জাহানারা বেগম, মো রফিক, মো হোসেন বাদশা, মো সাইফুদ্দিন, মো আবু সালাম, মো জাকের হোসেন, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শি বড়ুয়া, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো তৈয়ব আলী, কেয়ার ফর ফ’জ এর ম্যানেজিং ডিরেক্টর সৌরভ শামীম, ডা. অভ্র প্রতীপ প্রমূখ উপস্থিত ছিলেন।

রোববার দিনব্যাপী ৩০জন ডা. ও কর্মী লামা পৌরসভার ৯টি ওয়ার্ডে ২টি টিম কাজ শুরু করে। উল্লেখ্য, চলতি বছরে লামা পৌরসভায় জলাতঙ্ক ভাইরাসে আক্রান্ত কুকুরের কামড়ে ২৫ জন শিশু ও নারীসহ আক্রান্ত হয়।

Exit mobile version