parbattanews

লামায় ভূমি সেবা সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানের লামা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকালে এক র‌্যালি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, মৎস্য কর্মকর্তা জয় বনিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ অতিথি ছিলেন।

সভায় নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি ভূমি নাজজারি, বায়নানামা করার প্রয়োজনীয় নিয়মাবলীসহ বিভিন্ন সেবার দিক তুলে ধরে বলেন, ভূমি অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী বিশেষ সেবা দেয়া শুরু হয়েছে। এ সেবা শুধু উপজেলা শহরে নয়, তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষে ইউনিয়ন পর্যায়েও স্থানীয়দের নিয়ে উঠন বৈঠক করা হবে।

উপজেলার পাহাড়ি বাঙ্গালীরা মিলেমিশে থাকলে ভূমি বিরোধ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় শিক্ষক, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version