parbattanews

লামায় মডেল স্কুল স্থাপনের উদ্যোগ

লামা প্রতিনিধি:
বান্দরবানের লামায় মান সম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে একটি মডেল স্কুল স্থাপনের উদ্যোগ নিয়েছে আলীকদম সেনাবাহিনী। এই উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে লামা আর্মি ক্যাম্পে মেজর কামরুল হাসান খাঁনের সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, পৌর মেয়র মো. আমির হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ জাহান খাঁন, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, শিক্ষা অফিসার আনোয়ারুল কাদের, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় মডেল স্কুল স্থাপনের জন্য স্থান নির্ধারণ, নক্সা তৈরী ও অনুমোদন, সম্ভাব্য ব্যয় নির্ধারণ, শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, পরিচালনা কমিঠি গঠন, ছাত্র-ছাত্রী ভর্তি এবং পোশাক নির্ধারণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার সিদ্ধান্ত অনুসারে প্রথমে স্কুলের অবকাঠামো তৈরী করার জন্য লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস ও টিএন্ডটি পাহাড়ের পাদদেশের জমি এই দু’টি জায়গাকে প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল আলমগীর কবির লামায় মডেল স্কুল স্থাপনের চুড়ান্ত প্রক্রিয়া শুরু করবেন বলে জানা গেছে।

Exit mobile version