parbattanews

লামায় মিড ডে মিল কর্মসূচির উদ্বোধনী রান্না করা খাবার শিশুদের হাতে তুলে দিলেন বীর বাহাদুর

লামা প্রতিনিধি:

শিশুদের পুষ্টিহীনতা দূর করতে বিশ্ব খাদ্য কর্মসূচি ও বাংলাদেশ সরকার মিড ডে মিল কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় লামা উপজেলার ২৫ হাজার শিশুকে দুপুর বেলায় রান্না করা খাবার খাওয়ানো হবে।

মঙ্গলবার(৩০ অক্টোবর) দিনব্যাপি কয়েকটি বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এমপি বলেন, ঝড়ে পড়া রোধ ও শিক্ষিত জাতি গঠনে এই কর্মসূচি যুগান্তকারী ভূমিকা রাখবে।

সকাল বেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নের রাঙ্গাঝিরি ইউনুছ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু হাসান সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন (ডিএসবি অপরাধ), পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, লামা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, মোস্তফা জামাল, ফাতেমা পারুল, রাঙ্গাঝিরি ইউনুছ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. ইউনুছ চৌধুরী প্রমুখ।

দুপুর বেলায় লামা পৌর এলাকার নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ সরোয়ার স্বাগত বক্তব্য রাখেন। মঙ্গলবার লামা উপজেলার মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট বমু, লামামুখ, নুনারবিল, হাছনা ভিটা, রাঙ্গাঝিরি ও মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই হাজার শিশুকে রান্না করা খাবার পরিবেশনের মধ্য দিয়ে মিড ডে মিল কর্মসূচি উদ্ভোধন করা হয়।

প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দুপুর বেলায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন লামা পৌর বাস র্টামিনালের উদ্বোধন করেন। এর পূর্বে মধুঝিরি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়। বিকালে হাছনা ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক বিশাল অভিভাবক সমাবেশে বক্তৃতা করেন।

Exit mobile version