parbattanews

লামায় মুক্তিপণের টাকা দিয়ে মুক্ত

অপহরণ

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের লামায় মুক্তিপণের টাকা নিয়ে মুক্তি দিল অপহরণকারীরা। শনিবার রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের ছালেয়াং পাড়ায় মো. আবুল কাশেম (৬০) নামে বৃদ্ধাকে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহরনের নয় ঘন্টা পর রবিবার বেলা ১১টায় দুই লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বেশ ক’দিন আগে সন্ত্রাসীরা আজিজনগরের দুর্গম পাহাড়ী এলাকার আমিরুল ইসলামের বাগান ম্যানেজার আবুল কালামের কাছে মুঠোফোনে দুই লাখ টাকা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় শনিবার গভীররাতে ৭-৮ জনের মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা বাগান ম্যানেজার ভেবে তার শশুর আবুল কাশেমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে দুই লাখ টাকার বিনিময়ে অপহৃতকে মুক্তি দেয়।

অপহৃত আবুল কাশেমের স্বজনরা জানিয়েছেন, টাকার বিনিময়ে মুক্ত হয়েছেন। অপহরণকারীরা ত্রিপুরা ভাষায় কথা বলতে শুনেছি। এবং দুই জনের হাতে দেশিয় বন্দুক ছিল।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে আবুল কাশেমকে উদ্ধার করা হয়েছে।

Exit mobile version