parbattanews

লামায় ম্যালেরিয়া রোগের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Lama Photo-1, 24 May 2017 copy

লামা প্রতিনিধি:

লামায় বুধবার সকালে ম্যালেরিয়া রোগের নিয়ন্ত্রণ বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই’র সভাপতিত্বে লামা টাউন হলে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির মনিটরিং এবং এক্সপার্ট ডা. মো. নজরুল ইসলাম স্লাইডের মাধ্যমে ম্যালেরিয়া রোগের বিভিন্ন কর্মসূচি, ম্যালেরিয়া নির্মূলে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কার্যকর পদক্ষেপে মৃত্যুর হার কমানো, ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলের সম্ভাব্য বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিউর রহমান মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. নজরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আবুল বশর মো. আবু সুফিয়ান, ডা. মাজেদুর রহমান মাজেদ, সহকারী মেডিকেল অফিসার ডা. সুভাষ চন্দ্র বিশ্বাস। গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম প্রমুখ।

Exit mobile version