parbattanews

লামায় শিক্ষকের দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

 

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবিতে বান্দরবানের লামায় অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপজেলা চত্বরে মানববন্ধন ও ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে।

একই সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস বর্জন করে কর্মসূচিতে অংশ নেয়। এ সময় আগামী ১৭ দিনের মধ্যে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে বিষয় ভিত্তিক শিক্ষক সংকট দূর না হলে লামা অচল করে দেয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমি শিক্ষক সংকট দূরীকরণে প্রয়েজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করলে দুপুরে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, ৮৫০ জন ছাত্র-ছাত্রীর এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে ২৫ জন শিক্ষকের কর্মস্থলে বর্তমানে মাত্র নয়জন শিক্ষক রয়েছেন। গণিত, ইংরেজী, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসা শিক্ষা, ভুগোল এবং কৃষি শিক্ষা বিষয়ে কোনো শিক্ষক নেই।  এ অবস্থায় ছাত্র-ছাত্রী এবং তাদের অভিবাবকরা তাদের শিক্ষা জীবন নিয়ে উৎকন্ঠিত।

Exit mobile version