parbattanews

লামায় সাংবাদিকদের প্রতারণার শিকার ৪ কিশোর : থানায় অভিযোগ দায়ের

প্রতারণা
স্টাফ রিপোটার
বান্দরবানের লামায় সাংবাদিকদের প্রতারণার শিকার হয়েছে চার কিশোর। এ বিষয়ে প্রতারিত কিশোরা থানায় অভিযোগ দায়ের করেছে।

সূত্র জানায়, সাংবাদিক হিসেবে বিভিন্ন পত্র পত্রিকায় কাজ দেয়ার নাম করে স্থানীয় সাংবাদিক খগেশ চন্দ্র, ও মুহাম্মদ কামালুদ্দিন চার কিশোর থেকে বিশ হাজার টাকা নেয়। তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাংবাদিক পরিচয়পত্র ও পত্রিকায় কাজ দেয়ার নাম করে প্রতারণা করতে থাকে।

গত ১৪ নভেম্বর দুপুরে লামা পৌর মার্কেটের সামনে চার কিশোর টাকা ফেরৎ নিয়ে ঐ দু সাংবাদিকের সাথে কথা কাটাকাটি হয়। এসময় একজন কথা না বলে সটকে পড়েন। অপরজন খগেশ চন্দ্র খোকন কিশোরদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয়ের হাতাহাতি হলে খগেশ চন্দ্র খোকন রাস্তায় পড়ে মাথায় আঘাত পায়।

পরে প্রতারিত কিশোররা লামা প্রেসক্লাবে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, স্থানীয় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে হাতাহাতির নিচক ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, সাংবাদিক বানানো ও পত্রিকার পরিচয় পত্র প্রদানের বিষয়ে একজন কিশোর লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Exit mobile version