parbattanews

লামায় সড়ক দুর্ঘটনায় ৪ স্কুল ছাত্রসহ আহত ৮

road-accident-3-final-7

লামা প্রতিনিধি:

বান্দরবানের লামায় সড়ক দুর্ঘটনায় ৪ স্কুল ছাত্র-ছাত্রীসহ ৮ জন আহত হয়েছেন। সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের আজিজনগর খাদ্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- উপজেলার আজিজনগর চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মো. আজিজ (১০), মো. আরিফ (৫), ছাত্রী লিজা আক্তার (৮), আখিঁ আক্তার (৫), পিকআপ যাত্রী রহিম উল্লাহ (৪০), তরিকুল ইসলাম (৪০), জিয়ারুল ইসলাম (৩০) ও আকবর (৩০)। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজারগামী একটি পিকআপ (যাহার নং- চট্টমেট্টো ১১-২৪৮৯) সকাল সাড়ে ৮টার দিকে আজিজনগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মাইল পোষ্টের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে পথচারী চার স্কুল ছাত্র-ছাত্রীসহ গাড়ীতে থাকা ৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে স্কুল ছাত্র মো. আজিজ, আরিফ ও লিজা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফজলুল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করা হয়েছে।

Exit mobile version