parbattanews

লামায় ১০টি বনমোরগ উদ্ধার

Bandarban lama pic-11.2

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের লামা উপজেলা বাজারে বিক্রয়কালে বন বিভাগ ও আনসার অভিযান চালিয়ে ১০টি বন মোরগ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বন মোরগ গুলো ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, লামা বাজারস্থ কেন্দ্রীয় হরি মন্দিরের সামনে বেচার সময় মোরগ গুলো আটক করে। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিতি টের পেয়ে মোরগ ফেলে পালিয়ে যায় ব্যবসায়ীরা। মোরগ গুলো উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেয় ।

 লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমদ বলেন, বন্য প্রাণী সংরক্ষণে আমরা যথেষ্ট আন্তরিক। বন বিভাগ ও আনসার বাহিনীর সহায়তায় বনমোরগ গুলো উদ্ধার করে বঙ্গবন্ধু সাফারী পার্কে পাঠানো হয়েছে।

Exit mobile version