parbattanews

লামায় ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ ৬০ ঘন্টার হরতাল পালিত

 

লামা প্রতিনিধি :

নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের প্রথম দিন সোমবার থেকে শেষ দিন বুধবার পর্যন্ত সকাল-বিকাল মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে বিএনপি, ছাত্রদল, যুবদল, তাঁতীদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। স্বাভাবিক আতঙ্কের কারণে হরতালের সময় অভ্যন্তরীন সড়কে চলাচলকারী গাড়ী বের করেনি চালকেরা। দূর পাল্লার গাড়ি চলাচল ছিল বন্ধ। উপজেলা শহরের বিভিন্ন মার্কেটগুলো ও বাজারের দোকানপাট দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয়। ব্যাংক-বীমাসহ সকল সরকারী বেসরকারী কার্যালয়ে কার্যক্রম ছিল ঢিলেঢালা। তবে দুপুরের পর সবকিছু স্বাভাবিক হয়ে উঠে।

হরতালের প্রথম দিন হরতাল ঠেকাতে আওয়ামীলীগের নেতাকর্মীরা মাঠে থাকলেও শেষের দু’দিন তারা মাঠে নামেননি। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থান ও টহলে ছিল।

লামা থানার অফিসার ইনচার্জ মো: শাহ্ জাহান খাঁন জানিয়েছেন, হরতালের সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন ধরনের  বিশৃংখলা যাতে না ঘটে সেজন্য আইনপ্রয়োগকারী সংস্থা গুলো মাঠে সতর্কাবস্থায় ছিলেন।

Exit mobile version