parbattanews

লামায় ১ লক্ষ লিটার মদ জব্দ

bandarban-pic-20-11

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়ায় রবিবার মাদক বিরোধী অভিযান চালিয়ে ১লক্ষ ১ হাজার ২০০ লিটার চোলায় মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। মদ তৈরির অপরাধে একজনকে আটক করা হয়েছে।

সূত্র জানায়, মদ উৎপাদন ও পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মদের আড়ৎ খ্যাত ইউনিয়নের হেডম্যান পাড়ায় রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দরবান জেলার সহকারী কমিশনার ইকতেখারুল ইসলামের নেতৃত্বে কক্সবাজার র‌্যাব-৭ এর মেজর মোহাম্মদ তারেক এবং লে. আশিকুর রহমান মাধক বিরোধী অভিযানে অংশ নেয়।

অভিযানে এ সময় ১লক্ষ ১ হাজার ২০০ লিটার চোলায় মদ ও  মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। যার মূল্য বাজার দরে আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৮০ হাজার টাকা। পরে উদ্ধারকৃত মদ মাটিতে ঢেলে নষ্ট করা হয় এবং উপকরণগুলো ভেঙ্গে দেয়া হয়েছে।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম জানায়, সম্প্রতি সময়ে লামার আজিজনগর নেশার একটি বিশাল জোনে পরিণত হয়েছে। প্রশাসন ঘন ঘন অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে।

Exit mobile version