parbattanews

লামায় ৩৫ কৃতি শিক্ষার্থীকে পাড়াবাসীর সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ছোটবমু হেডম্যান পাড়াবাসীর উদ্যোগে পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার ছোট বমু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা।

মংছাখই মার্মা হেডম্যানের সভাপতিত্বে আলোচনা সভায় ইউপি সদস্য উসাচিং মার্মা, ২৯৫নং লামা মৌজা হেডম্যান হ্লাথুইমং মার্মা, সাবেক ইউপি সদস্য শীল ভদ্র বড়ুয়া, এবং জীবন মার্মা, মংএচিং মার্মা, মিনু মার্মানী, থোয়াইনু মার্মা ও রতন মার্মা প্রমুখ শিক্ষার্থী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন দেশ, সমাজ কিংবা পাড়ার উন্নতি হতে পারেনা। তাই প্রত্যেক শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবককে আরো সচেতন হতে হবে।

আলোচনা শেষে প্রধান অতিথি এলাকার ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Exit mobile version