parbattanews

লামায় ৩৯ হতদরিদ্রের মাঝে গবাদিপশু বিতরণ

 

লামা প্রতিনিধি :

বান্দরবানের লামায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাসের খাদ্য নিরাপত্তা প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ৩৯জন হত দরিদ্র প্রান্তিক কৃষকের মাঝে উন্নত ব্লেক বেঙ্গল জাতের ৩৯ টি ছাগল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জুয়েল মজুমদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা সদর ইউপি সদস্য জটিলা রানী শীল, প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মো: ফরহাদ আজিম, বিএডিসি’র উপ-সহকারী পরিচালক সজীব চাকমা ও প্রকল্পের মাঠ কর্মকর্তা মো: মামুন সিকদার।

কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পে উপজেলা মাঠ কর্মকর্তা মো: মামুন সিকদার বলেন, এ প্রকল্পের আওতায় মোট ২০০জন উপকারভোগীর প্রত্যেককে ২টি করে ছাগল, ১০টি দেশী মুরগি ও গবাদি পশুর খাদ্য বিতরণ করা হবে।

Exit mobile version