parbattanews

লামায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

lama pic 27

লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উপলক্ষে এক বিশাল র‌্যালী লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে আলোচনাসভায় মিলিত হয়।

উন্নয়ন মেলার উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। লামা টাউন হলে আয়োজিত মেলায় স্টল নিয়ে সরকারী বে-সরকারী বিভিন্ন অধিদপ্তর, স্কুল, এনজিও এবং ব্যাংকসমূহ অংশগ্রহণ করে।

আলোচনাসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ জাহিদ আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক লামা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১লাখ ১০ হাজার টাকা, দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকসংখ্যা ২০ শতাংশ, মানুষের গড় আয়ুষ্কাল ৬৫.৮ বছর, শিশু মৃত্যু হার ৩০.৭(প্রতি হাজারে), মাতৃমৃত্যু হার ১.৭০ (প্রতি হাজারে), রপ্তানি ৩হাজার ২শত কোটি মার্কিন ডলার, বৈদেশিক রেমিটেন্স ১হাজার ২শত ৮০ কোটি মার্কিন ডলার।

৮টি বিশেষ উদ্যোগের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক এবং মানসিক স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী গ্রহন করে। উক্ত কর্মসূচীর মাধ্যমে দেশের সকল জনগোষ্ঠী ইতোমধ্যে সুবিধা ভোগ করছে।

Exit mobile version