parbattanews

লামা আলীকদম চকরিয়া সড়কে অতিরিক্ত মাল বোঝাই যান চলাচলের কারণে যোগাযোগ বিছিন্ন হওয়ার আশঙ্কা

Exif_JPEG_420

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের লামা আলীকদম চকরিয়া পাহাড়ি সড়কে অতিরিক্ত মাল বোঝাই যান চলাচলের কারণে চারটি বেইলি ব্রীজ নষ্ট হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী যানবাহন চলাচল করছে।

ইতিমধ্যে কুমারি এলাকার বেইলি ব্রীজটি মারাত্বক ঝুঁকির মধ্যে আছে, যে কোন মূহুর্তে বিচ্ছিন্ন হতে পারে লামা আলীকদমের ৩ লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা।

এক্ষেত্রে ৫টনের অতিরিক্ত মাল বোঝাই যান চলাচলে সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা মানছেনা। যানবাহন সংশ্লিষ্টরা দীর্ঘদিন যাবত ১৫-২০ টন কাঠ ও পাথর, বালি, সিমেন্ট বোঝাই ট্রাক চলাচলের কারণে বর্ষাকালে মাটি নরম হয়ে পাহাড়ি রাস্তাটি ঝুঁকিপূর্ণ ভয়ংকর রূপ ধারন করেছে।

সেই সাথে প্রতিবছর তামাক মৌসুমে ১০-১৫ টনের অধিক তামাক বোঝাই ট্রাক চলাচলের কারণে রাস্তার মাটি সরে গিয়ে দুর্ঘটনা ঘটে ও রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়।

সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে লামা আলীকদম সড়কের লাইন ঝিরিতে সবসময় ট্রাফিক পুলিশ থাকলেও অতিরিক্ত মাল বোঝাই যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কোন ভূমিকা নেই, প্রতি বছর তামাক পরিবহনের দুর্ঘটনা ঘটে থাকে।

অতিরিক্ত মাল বোঝাই এ বিষয়ে জানতে চাইলে, ঢাকা টোব্যাকো কোম্পানীর লামা লীফ ম্যানেজার নাসির উদ্দিন বলেন, আমরা ১০ টন অধিক লোড করিনা।

অতিরিক্ত মাল বোঝাই যানবাহন চলাচলের বিষয়ে জানতে চাইলে, বান্দরবান সড়ক শাখা  ১’র উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, আমরা অতি শীগ্রই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তামাক লোডিং শ্রমিক বলেন, অনেক সময় ১৫ টনের অধিক মাল লোড দিয়ে থাকি, এ ব্যাপারে স্থানীয় জনগণ ও যাত্রীদের অভিযোগ অতিরিক্ত মাল বোঝাই ট্রাক সমূহ ক্রস করার সময় অপ্রশস্ত পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায় তারা আরও বলে, তামাক কোম্পানী, পাথর ব্যবসায়ী ও কাঠ ব্যবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে অতিরিক্ত মাল বোঝাই করে পরিবহন করে থাকে।

Exit mobile version