parbattanews

লামা পৌর নির্বাচনে আ’লীগের প্রার্থীর নাম ঘোষণা

পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বান্দরবানে লামা পৌরসভার নির্বাচন।

এদিকে তফসিল ঘোষণার একদিনের মধ্যেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিজ দলের প্রার্থীর নাম ঘোষণা করেছে। লামার বর্তমান মেয়র জহিরুল ইসলামের উপরই আস্থা রেখে দ্বিতীয়বারের মতো তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা আওয়ামী লীগের জরুরী সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এই সিদ্ধান্ত নেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, আওয়ামী লীগের সিনিয়র নেতা আব্দুর রহিম চৌধুরী, রাজপুত্র মংওয়ে প্রু চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, আওয়ামী লীগ নেতা অনিল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, লামা উপজেলা আওয়ামী লীগ’সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বর্তমান মেয়র জহিরুল ইসলামকে দ্বিতীয়বারের মত আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয় দেয়ার সিদ্ধান্ত নেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী জানান, লামা পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র জহিরুল ইসলামকে পুনরায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলীয় সিদ্ধান্তকে মেনে সংগঠনের সকলেই জহিরের পক্ষে একসঙ্গে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সভায়।

এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে দ্বিতীয় ধাপে নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি লামা পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য আরও ৪ জন প্রার্থীর নাম শোনা গিয়েছিলো। তবে দ্রুত সময়ের মধ্যে প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ সংশয় দূর করেছেন বলে দাবি স্থানীয়দের।

প্রসঙ্গত: ২০১৫ সালের ৩০ ডিসেম্বার সর্বশেষ লামা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ৬৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম।

Exit mobile version