parbattanews

লামা রাবার ইন্ডাস্ট্রিজ আন্দোলনে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে

বান্দরবানের লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর ভূমি দখলের আন্দোলনে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে জানান লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরা

শনিবার (৪ মার্চ) এক বিবৃতিতে অভিযোগ করে বলেছেন, ভূমি বেদখলে মরিয়া লামা রাবার ইন্ডাস্ট্রিজ ৪০০ একর জমি রক্ষার আন্দোলনে বিভাজন সৃষ্টির হীন ষড়যন্ত্র চালাচ্ছে।

তিনি জানান, অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করে রেংয়েন পাড়া, লাংকম পাড়া ও জয়চন্দ্র পাড়াবাসীদের বংশপরম্পরায় ভোগদখল করে আসা জুমভূমি থেকে হাত গুটানোর জন্য লামা রাবার ইন্ডাস্ট্রিজকে পরামর্শ দিয়েছেন।

প্রতি পরিবারকে ৫ একর জমি দেয়ার কোম্পানির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে রংধজন ত্রিপুরা আরও বলেন, কোন ধরনের চক্রান্ত ও জোরজুলুম করে ম্রো ও ত্রিপুরাদের ন্যায়সঙ্গত ভূমি রক্ষার আন্দোলন থেকে বিচ্যুত করা যাবে না।

Exit mobile version