parbattanews

লামা রুপসীপাড়ায় মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, দুই মুরুং যাত্রীসহ আহত ৩

লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মংপ্রু পাড়া সড়কের মংপ্রু পাড়া ব্রিজে দুই দিক থেকে আসা ২টি দ্রুতগামী মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মুরুং যাত্রী ও ১ মোটর সাইকেল চালক আহত হয়। এরমধ্যে আহত যাত্রী ক্লংঅন মুরুং কে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ও মোটর সাইকেল চালক মো. সোহাগকে চকরিয়া হাসপাতালে নেয়া হয়েছে৷

শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। আহতরা হল, ক্লংঅন মুরুং (৩৪) পিতা- মাংঅং মুরুং ও কাইনথপ ম্রো (৪২) পিতা- রেংক্য মুরুং। উভয়ে রুপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বুলু মেম্বার পাড়ার বাসিন্দা।

গুরুতর আহত ক্লংঅন মুরুং এর মুখ থেতলে গেছে। ইতোমধ্যে সে কয়েকবার রক্তবমিও করেছে। লামা হাসপাতালের সরকারি এ্যাম্বুলেন্সে করে তাকে বাহিরে পাঠানো হয়েছে।

অদক্ষ চালক বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যেক্ষদর্শীরা।

মোটর সাইকেল ড্রাইভার মো. সোহাগ (১৬) পিতা- মো. আবেদ আলী, সাং- পুলিশ ক্যাম্প পাড়া ও মো. দ্বীন ইসলাম (১৮) পিতা- মো. রফিকুল ইসলাম, সাং- মুসলিম পাড়া, ৫নং ওয়ার্ড রুপসীপাড়া। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়া মোটর সাইকেল ড্রাইভার মো. সোহাগকে চকরিয়ায় নেয়া হয়েছে।

Exit mobile version