parbattanews

লীজকৃত জমি দখলের চেষ্টা ও লুটপাট, আটক ২

খাগড়াছড়ির গুইমারা উপজেলার শামসুল নগর এলাকার ক্বারি মো. ইব্রাহীম মোল্লার ঘর নির্মাণের সামগ্রী লুট ও অবৈধভাবে জায়গা দখলের অভিযোগে একই এলাকার মৃত জয়নাল এর ছেলে মো. দস্তগীর ও নুরুল হক এর ছেলে মকবুলকে সোমবার রাতে আটক করেছে গুইমারা থানা পুলিশ। পরে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরণ করে।

মামলার বাদী ক্বারি মো. ইব্রাহীম মোল্লা বলেন, তার নিজ নামে বন্দোবস্ত কৃত ২৯৫ হোল্ডিং এর জমিতে ঘর নির্মাণের জন্য ৬ লাখ টাকার ইট, কংক্রিট, বালি, সিমেন্ট, রড, টিন সামগ্রী আনেন। ১০ ফেব্রুয়ারি সকালে ওই এলাকার দস্তগীর, মকবুলসহ প্রায় ২০-২৫ জন লোক দা, শাবল, বল্লম লাঠি নিয়ে তার বাড়িতে পরিবারের লোকজনের উপর হামলা করে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় স্থানীয় রমজানসহ প্রতিবেশীরা ঘটনার বিষয়ে দেখেন। এ ঘটনায় তিনি গুইমারা থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে গুইমারা থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে থানায় ইব্রাহিম মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ১৪৩।৪৪৭।৩২৩।৩৭৯।৫০৬(২) ধারায় পেনাল কোড মামলা নং-০১ তাঃ ১৫/০২/২০২১ইং মুলে মকবুল ও দস্তগীরকে আটক করে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরণ করেছে।

Exit mobile version