parbattanews

শচীন-ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

চলমান ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে চলছে রেকর্ড ভাঙার মিছিল।

গতকাল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচে হয়েছে দুইটা রেকর্ড। বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।

আর বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম। এবার নতুন এক রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার।

বিশ্বকাপে দ্রুততম হাজার রান করার নতুন রেকর্ড গড়েছেন ওয়ার্নার। তাতে ভেঙে দিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডও।

২০১৫ সালে ঘরের মাঠে ৩৪৫ রান ও গত বিশ্বকাপে ৬৪৭ রান করেছিলেন ওয়ার্নার।

রবিবার (৮ অক্টোবর) চেন্নাইয়ে বিশ্বকাপে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া।

মিচেল মার্শকে নিয়ে অজিদের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ওয়ার্নার। ৫২ বলে ৪১ রান করে আউট হন তিন।

১৯ রান করেই হাজারের মাইলফলক স্পর্শ করে ফেললেন ওয়ার্নার। এত দিন এই রেকর্ড ছিল বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। দুই জনই হাজার ছুঁয়েছিলেন ২০তম ইনিংসে।

Exit mobile version