শনিবার থানচি সফরে যাবেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

fec-image

আগামী শনিবার (৭ জানুয়ারি) বান্দরবানে থানচি উপজেলায় সফরে যাবেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

থানচি পৌঁছে তিনি হতদরিদ্র অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন বিতরণ করবেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মাল্টিপারপাশ (অডিটরিয়াম হল) শীতাতপ নিয়ন্ত্রীত হলে রাজনৈতিক, সামাজিক, সুশিল সমাজ, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন।

মন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর।

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী আগমনে থানচি বাজার, বাস স্টেশন, উপজেলা পরিষদসহ নানান জায়গায় ব্যানার, ফেস্টুন, লিফলেটে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছে বিভিন্ন সংগঠন।

মন্ত্রীর সফরের বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আবুল মনসুর বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা গ্রাম হবে শহর এই লক্ষ্যে আমরা পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নির্দেশনায় দেশের উন্নয়নে ভাগিদার হওয়া জন্য অংশগ্রহণ করছি।

এছাড়াও তিনি জানান, মন্ত্রী মহোদয় আগমনে কঠোর নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, পার্বত্যমন্ত্রী, বীর বাহাদুর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন