parbattanews

শপথ নিলেন গুইমারা উপজেলার প্রথম চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

03 (1) copy

গুইমারা প্রতিনিধি:

সদ্য নির্বাচিত খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গুইমারা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত উশ্যেপ্রু মারমা ও কুমিল্লা সদর দক্ষিণের চেয়ারম্যানকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন শপথ বাক্য পাঠ করান।

পরে একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ভাইস চেয়ারম্যান (পুরুষ) পূর্ন্য কান্তি ত্রিপুরা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যানকে (মহিলা) শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের পরিচালক দিপক চক্রবর্তী ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬মার্চ সোমবার গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত উশ্যেপ্রু মারমা আনারস প্রতীকে ৬৮৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ভাইস চেয়ারম্যান (পুরুষ) পূর্ন্য কান্তি ত্রিপুরা ৫৮৭৮ ভোট ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ভাইস চেয়ারম্যান (মহিলা) ঝর্না ত্রিপুরা ৮১৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছিল। গত ৩১মার্চ ২০১৭ স্থানীয় সরকার বিভাগ গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে।

Exit mobile version