parbattanews

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

স্টাফ রিপোর্টার:

শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার(৩ জানুয়ারি) বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের সপথকক্ষে শপথ নিয়েছেন শেখ হাসিনাসহ নবনির্বাচিত সাংসদরা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। তারপর সংসদ সচিবালয়ে সিনিয়র সচিবের রুমে শপথ বইতে স্বাক্ষর কার্যক্রম। এর আগে সংসদ সদস্য ও স্পিকার হিসেবে শপথ পাঠ করেন শিরীন শারমিন চৌধুরী। সাংসদদের শপথগ্রহণ পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

নতুন বছরের ভালো কিছু প্রত্যয় নিয়ে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিশাল ব্যবধানে জয়লাভ করে। একক সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে রেকর্ড গড়ে আওয়ামী লীগ ।

সদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর আগামী ৫ বা ৬ জানুয়ারির মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হতে পারে। আগামী ১০ জানুয়ারির আগেই নতুন সরকার গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ৫ বা ৬ জানুয়ারিই হতে পারে নতুন সরকার- এরকম একটি আলোচনা রয়েছে।

Exit mobile version