parbattanews

রাজস্থলীতে স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প অর্পণসহ জাতীয় পতাকা উত্তোলন

মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্প পরিসরে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৭.৩০ মিনিটে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধব্বনীর মধ্য দিয়ে শহীদদের স্মরণে পুস্পমাল্য অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শেখ ছাদেক, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা থানা অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান, ডাঃ রুহলা অং মারমা, সমাজ সেবা কর্মকর্তা জাপর আহাম্মদ, কৃষি অফিসার হাসিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, সাংবাদিক আজগর আলী খানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিকবৃন্দ, সুশিল সমাজের নেতা ওগন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার অবদান সারা বিশ্বে প্রসংশিত হয়েছে। বর্তমান দেশে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।সবাইকে সচতেন থাকতে হবে। যদি কেউ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিবেন।

Exit mobile version