parbattanews

শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

 

দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার (৬ জুন) দেশে পবিত্র ঈদুর ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

এদিকে, মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রচ্যের অনেক দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় মুসলমানদের হিজরি বর্ষপঞ্জি। সূর্যোদয়ের মধ্য দিয়ে শুরু হয় দিনের গণনা। হিজরি বর্ষপঞ্জিতে চাঁদ দেখার ওপর নির্ভর করে একটি মাস ২৯ দিন বা ৩০ দিনের হয়। মাসের ২৯ দিনে চাঁদ দেখা গেলে মাসটি শেষ হয়ে যায়। এদিকে, ২৯ দিনের দিন চাঁদ দেখা না গেলে সে মাসে ৩০ দিন পূর্ণ হবে। পৃথিবীজুড়ে মুসলমানরা হিজরি বর্ষপঞ্জি অনুসারে ধর্মীয় দিবস ও উৎসব উদযাপন করে।

 

Exit mobile version