parbattanews

শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে কাপ্তাই সেনা জোনের প্রীতি ম্যাচ

কাপ্তাই প্রতিনিধি:

পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের ২১তম বর্ষপূর্তি উপলক্ষে কাপ্তাই ৫আর ই সেনা জোনের আয়োজনে সোমবার(৩ ডিসেম্বর),কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট(বিএসপিআই) মাঠে কাপ্তাই সেনা জোন বনাম স্থানীয় পাহাড়ি-বাঙালি সমন্বয় একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচ খেলায় কাপ্তাই সেনা জোন বিজয়ী হয়।

উক্ত খেলায় খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মাহামুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, বিএসপিআই অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, মো. নুরুল আলম কাপ্তাই থানা ওসি (তদন্ত), কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, জীবতলী ইউপি চেয়ারম্যান সুদত্ত চাকমা, মগবান চেয়ারম্যান বিশ্বজিত চাকমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, বিএসপিআই শিক্ষক, শিক্ষার্থী, সেনা  জোন বিভিন্ন পদবীর অফিসার, সৈনিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি কাপ্তাই সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মাহামুদুল হাসান পিএসসি বলেন, শান্তিচুক্তি বাস্তবায়ন হওয়ায় পাহাড়ে শান্তি ফিরে এসেছে। যার ফলে পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে। শান্তি, সম্প্রীতি  দু’পক্ষের মিলন মেলা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

Exit mobile version