শান্তিচুক্তির ২২ বছর পূর্তির কর্মসূচিতে বান্দরবানে অংশ নেবেনা জেএসএস ও ইউপিডিএফ

fec-image

ঐতিহাসিক পার্বত্যচুক্তির বাইশ বছর পূর্তি হতে যাচ্ছে ২ ডিসেম্বর। পূর্তি উপলক্ষে নেয়া হয়েছে নানা কর্মসূচি। মেলা, শোভাযাত্রা, কনসার্টসহ নানা আয়োজনের কথাও রয়েছে। তবে ১৯৯৭ সনের পর এই প্রথমবারের মতো চুক্তির পক্ষে কোন কর্মসূচি পালন থেকে বিরত থাকছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস)। পাশাপাশি একই সিদ্ধান্ত নিয়েছে পাহাড়ের ইউপিডিএফও।

বুধবার (২৭ নভেম্বর) কেন্দ্রীয় জনসংহতি সমিতি (জেএসএস) এর যুগ্ম সাধারণ সম্পাদক কে এস মং সাংবাদিকদের বলেছেন- গত এক বছর ধরে তাদের উপর রাজনৈতিক দমন পীড়ন চলছে। এই অবস্থায় নিরাপত্তার কথা বিবেচনা করে শান্তি চুক্তির কর্মসূচিতে জেএসএস অংশ নিচ্ছেনা এবং তাদের পক্ষ থেকে জেলার কোথাও কোন অনুষ্ঠানের কর্মসূচি নেই।

এদিকে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর বলেছেন- সমিতি আর দল এক নয়। জেএসএস নামের সমিতিকে নিবৃত, অস্থিত্ব বিলিনের জন্য আওয়ামী লীগ নীতিগর্হিত কাজ করেনা। কারণ তারা আওয়ামী লীগের সমকক্ষ নয়। এটি বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, ইউপিডিএফ, জেএসএস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন