শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়িতে জনসংহতি সমিতির সমাবেশ

fec-image

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তিতে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে জেলার মহালছড়ি উপজেলার করল্যাছড়িতে জনসংহতি সমিতি (এমএন লারমা) আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি চাকমা।

সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি বিভূ রঞ্জন চাকমা, প্রণব চাকমা ও সুধাকর ত্রিপুরা প্রমুখ।

জনসংহতি নেতারা বলেছেন, চুক্তি বাস্তবায়নে চরম স্থবিরতা চলছে। গুটিকয়েক স্বার্থান্বেষী ও সুবিধাভোগী গ্রুপ ছাড়া অন্য কেউ চুক্তির সুফল পাচ্ছে না। অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ভূমি কমিশন কার্যকর করার দাবি জানান তারা। অন্যথায় কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, জেএসএস, শান্তিচুক্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন