parbattanews

শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলায় দুইব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে জেলা গ্রন্থাগার মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির গুরুত্ব বিষয়ে শিশু কিশোরদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা, জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমা।

এ উপলক্ষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনার র‌্যালি বের হয়। সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রর্দশনী হবে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে।

আগামীকাল ২ ডিসেম্বর সকাল ৯টায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) একটি ঐতিহাসিক অর্জন” হিসেবে তুলে ধরে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হবে।

Exit mobile version