parbattanews

”শান্তিচুুক্তির আলোকে হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের স্থানীয় পর্যায়ে উন্নয়নে ভূমিকা রাখতে হবে”

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন,  পার্বত্য শান্তিচুক্তির আলোকে জেলা পরিষদের অধীনে হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের স্থানীয় পর্যায়ে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

বুধবার (১৭নভেম্বর) দুপুরে জেলা পরিষদের আয়োজনে প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, রাঙামাটিবাসীর উন্নয়নে আপনাদের এগিয়ে আসতে হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিচুক্তির মাধ্যমে পার্বত্যবাসীর উন্নয়নে তিন পার্বত্য জেলা পরিষদে সরকারি অনেক প্রতিষ্ঠান হস্তান্তর করেছে। অনেক প্রতিষ্ঠান হস্তান্তরের প্রক্রিয়াধীন। যেসব প্রতিষ্ঠান হস্তান্তর করা হয়েছে সেইসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ অঞ্চলের উন্নয়নে সৃদৃষ্টি দিবেন। তাহলে শেখ হাসিনার পাহাড়ের উন্নয়নে যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবে রূপ লাভ করবে।

জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য প্রর্বতক চাকমা, বিপুল ত্রিপুরা, প্রিয়নন্দ চাকমা, ঝর্ণা খীসা, দিপ্তীময় তালুকদার, আসমা বেগম, সবির কুমার চাকমা, নিউচিং মারমা, আব্দুর রহিম, ইলিপন চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সভয় অংশ নেন।

Exit mobile version