parbattanews

শান্তি এবং উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন: কুজেন্দ্র লাল ত্রিপুরা

দিঘীনালা প্রতিনিধি:

শান্তি এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে, আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি ২৯৮নং আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মঙ্গলবার(১৮ ডিসেম্বর) দিঘীনালা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এ আহ্বান জানান।

পথ সভায় তিনি বলেন,‘‘পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে পাহাড়ের দীর্ঘ দিনের পাহাড়ি-বাঙালি রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হয়েছে। এখন সবাই দিন-রাত অবাধে চলাফেরা করতে পারে। পাহাড়ি বাঙালির সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে। বর্তমানে পাহাড়ের আনাচে-কানাচে উন্নয়নের ছোয়া লেগেছে। এখানকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট উন্নয়নের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি এবং উন্নয়নের ফলে এলাকার শিক্ষার্থীরা সুশিক্ষা পাচ্ছে। গ্রামের প্রত্যন্ত এলাকায় থেকেও ইন্টারনেট এবং বিদ্যুৎসহ ডিজিটাল সুবিধা পাচ্ছে। শেখ হাসিনার ঘোষণা, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রত্যেকটি গ্রামকে শহরে পরিণত করা হবে।

র‌্যাংকার্যা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টিটন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আটারকছড়া গ্রামের কর্মজ্যোতি চাকমা, রাঙ্গাপানিছড়া গ্রামের মঞ্জু দেওয়ান এবং  ১নং মেরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রফিক মিঞা।

এসময় গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রণ বিক্রম কিশোর ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, দিঘীনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমান কবির রতন এবং ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পরে উপজেলার আটারকছড়া, চোংড়াছড়ি, মেরুং বাজার, বেতছড়ি বাজার, বাবুছড়া বাজার কবাখালী বাজার, হাচিনসনপুর এবং উত্তর কবাখালী এলাকায় গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করেন।

Exit mobile version