parbattanews

‘‘শান্তি বাহিনীর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” শ্লোগানের মধ্য দিয়ে লামায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

লামা প্রতিনিধি:

“শান্তি বাহিনীর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” শ্লোগানের মধ্য দিয়ে লামায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আদিবাসী দিবসের কর্মসূচি উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণা পত্রের একাদশ” আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণার বাস্তবায়ন চাই স্লোগানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে। লামা বাজারে র‌্যালি শেষে পালিটুল মাঠ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উদযাপন কমিটির সভাপতি ছাহ্লাখই মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়াকার্স পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধা চকরিয়া ইউনিট কমান্ডার কমরেট হাজী বশিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওয়াকার্স পাটির বান্দরবান জেলার সমন্বয়ক আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরা কল্যাণ সংসদ লামা উপজেলা সভাপতি ইলিশা ত্রিপুরা। হিল উইম্যান্স ফেডারেশন লামা উপজেলা সম্পাদিকা উসাংপ্রু মার্মা। ম্রো যুবনেতা চম্পট ম্রো। বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ মাতামুহুরী কলেজ শাখার সভাপতি সত্যপ্রিয় চাকমা। ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম লামা উপজেলা সেক্রেটারি বিরেন্দ্র ত্রিপুরা।

বক্তৃতায় বিরেন্দ্র ত্রিপুরা বলেন, পাহাড়িদের মাতৃভাষা বাংলা নয়। নিজ নিজ গোষ্ঠীর ভাষাই আমাদের মাতৃভাষা। সুতারাং আমাদেরকে মাতৃভাষার পরিচয় বাংলা দেওয়া ঠিক হবে না।

সভায় বক্তরা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আদিবাসী স্বীকৃতি প্রদানের দাবি জানান এবং রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালনের দাবি জানান।

Exit mobile version