শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে : বান্দরবানে পুলিশ প্রধান বেনজির

fec-image

বাংলাদেশের সীমানা বা রাষ্ট্রের কোথাও সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কার্যক্রম মেনে নেওয়া হবে না। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সব ঘটনা সরকারের দৃষ্টিতে রয়েছে। সাম্প্রতিক সময়ে পাহাড়ে হানাহানি, খুন নৈরাজ্যের বিষয়ে পুলিশের অবস্থান কি প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন বাংলাদেশ পুলিশের আইজিপি
ড. বেনজির আহমেদ বিপিএম (বার)।

তিনি আরো বলেছেন- প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। গত কয়েক বছর ধরে পুলিশে অনেক পরিবর্তন এসেছে। আগামী দিনগুলোতে জনকল্যাণে, মানুষের কল্যাণে, দেশের শান্তি ও শৃংখলা নিশ্চিত করার জন্য সরকারের যে সমস্থ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন পর্যায়ক্রমে তা করা হবে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টায় বান্দরবান পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ প্রধান।

বান্দরবান গণপূর্ত বিভাগের ৪কোটি ২৬লক্ষ টাকা নবনির্মিত অফিসার্স মেস উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, গণপূর্ত বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদসহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, বেনজির
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন