parbattanews

শান্তি, সম্পৃতি ও উন্নয়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন: পার্বত্যমন্ত্রী

পার্বত্যঞ্চলে সকল মানুষের উন্নয়নে কাজ করছে সরকার। আগামীতেও শান্তি, সম্পৃতি ও উন্নয়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তাই জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রবিবার (৮ মার্চ) জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১কোটি ১৫লাখ টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।

রবিবার সকালে মন্ত্রী নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে পৌছলে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩০লাখ টাকা ব্যায়ে নব নির্মীত নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের চেরাংঘর নির্মাণ ও ৪৫লাখ টাকা ব্যায়ে ধুংরী হেডম্যানপাড়ায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

পরে ৪০লাখ টাকা ব্যায়ে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গ্যালারী নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

এসময় নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধিনায়ক লে.কর্নেল আসাদুজ্জামান খান, বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহম্মদ ইয়াছির আরাফাত, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ক্যানু ওয়াং চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের কোম্পানী, তসলিম ইকবাল চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ উপসিস্থত ছিলেন।

Exit mobile version