parbattanews

শান্তি সম্প্রীতি রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

দীঘিনালা প্রতিনিধি:

লংগদু উপজেলার মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়ন হত্যা এবং পরদিন পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় দীঘিনালা উপজেলায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস-এমএন লারমা)র সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ২ নম্বর বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩ নম্বর কবাখালী ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদ এর সাবেক সভাপতি নলেজ চাকমা জ্ঞান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, লংগদু উপজেলার মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়ন হত্যা এবং পরদিন পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় দীঘিনালা উপজেলায় যাতে শান্তি বিনষ্ট না হয় সে দিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন প্রকার গুজবে কান না দিয়ে, সম্প্রীতি বিনষ্ট হয়, হুট করে এমন কোন সিদ্ধান্ত নেয়া যাবে না। লংগদু ঘটনায় খুনি এবং অগ্নিসংযোগকারী দুষ্কৃতিকারীদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। তাই উপজেলার শান্তি সম্প্রীতি রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় লংগদু উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণ সহযোগিতা প্রদান করতে দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমাকে আহ্বায়ক করে এগার সদস্য বিশিষ্ট ত্রাণ সহায়তা কমিটি গঠন করা হয়।

Exit mobile version