parbattanews

মিয়ানমারের উত্তর শান রাজ্যে সরকারি বাহিনীর উপর তাং বিদ্রোহীদের গোলাবর্ষণ

মিয়ানমারের শান রাজ্যে সরকারি বাহিনীর একটি ব্যাটালিয়ন ও পিপলস মিলিশিয়ার দফতরে শনিবার (৩ অক্টোবর) গোলাবর্ষণ করেছে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। তবে এতে কেউ হতাহত হয়নি বলে সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানিয়েছেন।

ব্যাটালিয়নের উপর দু’দফা গোলা বর্ষণ করা হয়। আর পিপলস মিলিশিয়া অফিসে আরপিজি দিয়ে হামলা চালানো হয়।

মুখপাত্র বলেন, অনেক দিন পর তারা ব্যাটালিয়ন ও আউটপোস্টে হামলা করলো। সাম্প্রতিক সময়ে তারা হামলা শুরু করেছে। এটা যে টিএনএলএ করেছে তা নিশ্চিত।

শনিবার বিকেলে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত নামখিং গ্রাম থেকে সেনা ব্যাটালিয়নের উপর গোলা বর্ষণ করে টিএনএলএ। আর রাত ১১টার দিকে টিএনএলএ ও মিয়ানমার ন্যাশনাল ডেমক্রেটিক এলায়েন্স আর্মি (এমএনডিএএ) যৌথভাবে তারমোয়েনিতে মিলিশিয়া দফতরে আরপিজি হামলা চালায়।

টিএনএলএ মুখপাত্র ক্যাপ্টেন মাই আইক কিয়াও বলেন, গত ২-৪ অক্টোবর মানবন পাহাড়ে টিএনএলএ’র অবস্থানে সরকারি বাহিনীর হামলার প্রতিশোধ নিতে এসব হামলা চালানো হয়েছে।

ক্যাপ্টেন মাই বলেন, তারা টানা তিন দিন আমাদের আউটপোস্টে হামলা চালিয়েছে। এ মাসে আটটির মতো সংঘর্ষ হয়েছে। কারণ তারা হামলা করেছে। আমরা পাল্টা হামলা করেছি।

Exit mobile version