parbattanews

শাপলাপুরে নতুন ঘরের মাটির দেয়াল পড়ে বাড়ি বিধ্বস্ত

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে নতুন ঘরের মাটির দেয়াল পড়ে বিধ্বস্ত হয়েছে বাড়ি।

ঘটনাটি ঘটেছে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ছদর কাটা গ্রামে। তবে বাড়ির ভিতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্রে জানা যায়, স্থানীয় মৃত আব্দুল জলিলের পুত্র জাকির আহমদ এর সাথে তার পাশ্ববর্তী প্রতিবেশি আমির হোসেন গংদের সাথে বাড়ির সিমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

বাড়ির সিমানার বিষয় নিয়ে ইতিমধ্যে কক্সবাজার ও মহেশখালী থানায় অভিযোগ দায়ের করেছে জাকির আহমদ। বিষয় বিচারাধিন রয়েছে।

সম্প্রতি সময়ে জাকির গংদের প্রতিপক্ষরা জোর পূবর্ক ভাবে তার বাড়ির নিকটে মাটির দেয়াল নির্মাণ করে। ফলে গত ২দিন অতি বৃষ্টির কারণে গতকাল ভোরে মাটির দেয়ালটি পড়ে জাকির আহমদের ঘরটি সম্পূর্ণ ভাবে চাপা পড়ে যায়। ভাগ্যক্রমে ওই দিন রাতে বাড়ির মালিক শাহানা সহ তার সন্তানদের নিয়ে বাপের বাড়ি থাকার কারণে বেঁচে যায়।

এদিকে এঘটনাকে ভিন্নহাতে নেওয়ার জন্য হতদরিদ্র জাকিরকে হুমকি দিয়ে আসছে আমির হোসেন, জাফর আলম, শামসুল আলম, ফরিদ আলমসহ একদল লাঠিয়াল বাহিনী।

এবিষয় নিয়ে মহেশখালী থানা এসআই জুয়েল দে’র কাছে মিমাংসার জন্য দুই পক্ষকে ডাকা হলে আমির হোসেন গংরা আইনকে অমান্য করে থানায় হাজির হয়নি।

এবাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে দরিদ্র জাকির আহমদ।

Exit mobile version