parbattanews

দীঘিনালা ইউপি মেম্বার শাহ আলম ভূইয়া সজিব গ্রেফতার

Khagrachari Pic 05 copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

চাঁদার জন্য ইউনিয়ন পরিষদ ভাংচুরের অভিযোগে জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের সদস্য(মেম্বার) শাহ আলম ভূইয়া সজিবকে গ্রেফতার করেছে পুলিশ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবীর রতনের দায়ের করা মামলার প্রেক্ষিতে বুধবার রাত ৯টার দিকে শাহ আলম ভূইয়া সজিবকে গ্রেফতার করা হয়েছে।

মেরুং ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্ততা মো: বিল্লাল হোসেন জানান, বুধবার দুপুর সোয়া ১টার দিকে মেরুং ইউনিয়ন পরিষদের মেম্বার শাহ আলম ভূইয়া সজিব তার কক্ষে ঢুকে পাচ হাজার টাকা চাদা দাবী করে।

কেন এ টাকা প্রশ্ন করলে উত্তরে সজিব বলে কাজ করতে হলে প্রতি মাসে পাচ হাজার টাকা করে চাদা দিতে হবে। তিনি অপারকতা প্রকাশ করলে সজিব তাকে লাঞ্চিত করে এবং মেরুং ইউনিয়ন পরিষদের দরজা-জানালা ও চেয়ারম্যানের কক্ষে ঢুকে ভাংচুর চালায়। এ সময় চেয়ারম্যান অফিসে ছিলেন না।

মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবীর রতন জানান, মেম্বার শাহ আলম ভূইয়া সজিবের ভাংচুরে ইউনিয়ন পরিষদের প্রায় ৩৬ হাজার টাকার সম্পাদক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Exit mobile version