parbattanews

শাড়ি হাতে পেয়ে ঈদের আনন্দ লাগছে

sdr

দীঘিনালা প্রতিনিধি:

শাড়িটা হাতে পেয়ে ঈদের আনন্দ লাগছে। ভাবছিলাম পুরাতন কাপড় পড়েই ঈদ করতে হবে। কিন্তু নিরাপত্তাবাহিনী নুতন কাপড় দিয়েছে। এখন নতুন কাপড় পড়ে ঈদ করতে পারবো।

শনিবার দীঘিনালা উপজেলার কবাখালী আল আমিন বারিয়া এবতেদায়ী মাদ্রাসা মাঠে যাকাতের নতুন শাড়ি হাতে পেয়ে এসব কথা বলেন, দীঘিনালা উপজেলার উত্তর কবাখালী এলাকা ছামেনা বেগম(৭৩)।

যাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠানে ৩নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে এসব কাপড় তুলে দেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস  জিয়াউদ্দীন মাহমুদ।

এছাড়া একই সময়ে ১নম্বর মেরুং ইউনিয়ন পরিষদে যাকাতের কাপড় বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমান কবির রতন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাকাতের কাপড় তুলে দেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর সাব্বির আহমেদ। এসময় দুই ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ১শত চল্লিশটি শাড়ি, ১শত লু্ঙ্গি এবং ১শত শার্টপিস বিতরণ করা হয়।

 

Exit mobile version