parbattanews

শিক্ষকের বদলি ঠেকাতে বান্দরবান মহিলা কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

কলেজ অধ্যক্ষের অপসারণ ও এক শিক্ষকের বদলি আদেশ বাতিল দাবিতে মানববন্ধন করেছে বান্দরবান সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১৪ অক্টোবর) বান্দরবান  প্রেসক্লাবের সামনে মানববন্ধনে কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে মাইনুদ্দিনের বদলি আদেশ স্থগিত রাখার আশ্বাস দেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

সম্প্রতি কলেজের বদলিকৃত প্রভাষক ও ছাত্রী হোস্টেলের সহকারী সুপার মাইন উদ্দিনের বদলি আদেশ বাতিল এবং কলেজ অধ্যক্ষ প্রদীপ বড়ুয়াকে অপসারণ দাবি জানায় মানববন্ধন থেকে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পদার্থবিদ্যা বিষয়ে তাদের কোনো শিক্ষক নেই। তবুও পদার্থবিদ্যার একমাত্র শিক্ষক মাঈন উদ্দিনকে অন্যত্র বদলির করা হচ্ছে। কর্তৃপক্ষের এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কলেজের সূত্র জানায়, মহিলা কলেজের বিভিন্ন বিভাগের ক্যাডার এবং নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ সুযোগ কাজে লাগিয়ে কর্তৃপক্ষকে প্রভাবিত করে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক মাঈন উদ্দিনকে অন্যত্র বদলির আদেশ করানো হয়।

কলেজ অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া জানান, শিক্ষক বদলির আদেশকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে কেন ছাত্রীরা কেন তার অপসারণ দাবি করেছে এটি তার বোধগম্য হচ্ছে না।

Exit mobile version