শিক্ষক নুরুল হুদার উপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তির দাবী

Sangbadik Sommelon Nc (1) copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক মো. নুরুল হুদার উপর বর্বরোচিত হামলার ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে নাইক্ষ্যংছড়িতে কর্মরত প্রাথমিক বিদ্যালয়’র শিক্ষকরা।

সোমবার বিকাল সাড়ে ৪টায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহির আহমদ বলেন, ২৮ জানুয়ারি রাত আনুমানিক ১০ টার দিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক মো. নুরুল হুদা প্রতিদিনের ন্যায় ব্যক্তিগত ও সমিতির  কার্যক্রম শেষে উপবন লেক সংলগ্ন তার নিজ বাড়িতে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ৪/৫ জন চিহ্নিত সন্ত্রাসী তাকে হত্যার উদ্দ্যেশে ধারালো ছুরি কিরিচ ও লাঠি নিয়ে এলোপাতাড়িভাবে হামলা চালায়। এ সময় শিক্ষক নুরুল হুদা প্রাণ বাঁচাতে চিৎকার করলে স্থানীয় লোকজন  এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। মাষ্টার নুরুল হুদা একজন আদর্শবান শিক্ষক। তিনি অত্র উপজেলার প্রাথমিক শিক্ষকদের কাছে অত্যন্ত আস্থাভাজন  প্রানপ্রিয় শিক্ষক। তিনি সবসময় সাধারণ শিক্ষকদের পাশে থাকেন। তিনি শিক্ষকদের যাবতীয় সমস্যা সমাধানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যান। এরকম একজন নি:স্বার্থবান যোগ্য নেতৃত্বদানকারী শিক্ষক নেতার উপর বর্বরোচিক হামলায় আমরা অত্যন্ত দুঃখিত ও মর্মাহত এবং তার উপর এরুপ অমানবিক হামলায় অত্র উপজেলার শিক্ষক সমাজের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এসময় শিক্ষকবৃন্দ চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানান।

এদিকে শিক্ষক নুরুল হুদার উপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তির দাবীতে মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রশাসনের নিকট স্মারকলিপি পেশ করার ঘোষনা দেন শিক্ষক নেতৃবৃন্দ।

এসময় শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মংসুই অং মার্মা, তাংরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওসমান গণি, সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এএসএম আলমগীর, আদর্শগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল বাশার, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কামাল উদ্দিন, দক্ষিণ চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শশাংকর মোহন রুদ্র, লম্বাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রুবায়েদ নাহিদ নুর, আলীমিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উক্যঞাই চাক রবিন, নারিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মংহ্লায়েই মার্মা, জারুলিয়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবিএম শফিকুর রহমান, গয়ালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নেলী দাশ, সহকারী শিক্ষক আলাউদ্দিন, ছালামত উল্লাহ, এনএম শফিকুর রহমান, আতিক উল্লাহ, সাইফুল ইসলাম, শিমুল পাল, আমিনা বিনতে মোস্তফা, সাবেকুন্নাহার, ম্রাঅংচিং চাক, চাইহ্লাঅং চাক, অংজাই চাক, মো. শাহিনওয়াজ, উভাচাই চাক, মোক্তার আহমদ, লেলিন চাক, মো. নুরুল আমিন, মোহাম্মদ বাদশা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন