parbattanews

শিক্ষক প্রমথ বড়–য়া আর নেই, এমপি কমলের শোক

নিজস্ব প্রতিবেদক, রামু:

রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমথ বড়–য়া আর নেই।

হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার (৭ অক্টোবর) রাত ৮ টা ২০ মিনিটে তিনি কক্সবাজার সদর হাসপাতালে পরলোক গমন করেন। এ সময় তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।

জানা যায়, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মাস্টার প্রমথ বড়–য়া রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীধন পাড়ার সম্ভ্রান্ত অরুন বড়–য়া মহাজনের (প্রজ্ঞাবংশ মহাথের) বড় ছেলে। তিনি রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুমথ বড়–য়ার বড় ভাই এবং দেশের বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়–য়ার বাবা।

প্রমথ বড়–য়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

এক শোক বার্তায় তিনি বলেন, শিক্ষকতা পেশায় প্রমথ স্যার ছিলেন প্রখর মেধা সম্পন্ন। তিনি ছিলেন রামুর সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি ছিলেন সর্বত্র সমাদৃত। স্যারের মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবে না। সাংসদ কমল, প্রিয় স্যারের বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Exit mobile version