parbattanews

শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: দিলিপ কুমার বণিক

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়িতে জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক ঝটিকা সফরে এসে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র ও রোয়াংছড়ি কলেজ পরিদর্শন করেন। কলেজে পরিদর্শন কালে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষকদের পাঠদানে ব্যাপারে খোঁজ নিয়ে তিনি বলেন, মানুষ হতে হলে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। ডিজিটাল যুগে তাল মিলাতে ডিজিটাল শিক্ষার শিক্ষিত হতে নিতান্ত প্রয়োজন।

পরীক্ষা কেন্দ্র ও কলেজ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সভা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক।

এ সময়  উপস্থিত ছিলেন রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. মংহ্লাপ্রু মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা কৃষি কর্মকর্তা হাবেবুন নেছাসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ উপজেলা বিভিন্ন বাস্তবায়িত ও অবাস্তবায়িত কার্যক্রম গুলোর খোঁজ খবর নেন।

Exit mobile version