parbattanews

শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সৃজনশীল পাঠ্য অভ্যাসের প্রতি মনোনিবেশ থাকতে হবে- সোহেল সরওয়ার কাজল

উপজেলা প্রতিনিধি, রামু :             
জেলা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজারের রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ২৫০ জন এসএসসি শিক্ষার্থীদের গতকাল ৬ ফেব্রুয়ারী বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে বড় ধরনের সাফল্য অর্জন ও অবদান রেখে যাচ্ছেন। তিনি আরো বলেন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা থাকতে হবে এবং ভালো ফলাফল অর্জনে অধ্যবসায় ও নিয়মানুবত্ততা আবশ্যক। এছাড়া সৃজনশীল পাঠ্য অভ্যাসের প্রতি মনোনিবেশ করার জন্য ছাত্রছাত্রীদের আহ্বানন জানান। সুস্বাস্থ্য-আদর্শবান নাগরিক হবার জন্য শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের অধিক সচেতন হতে হবে।

সকাল ১১ টায়  বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত  বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম। বিশেষ অতিথি ছিলেন  রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য গিয়াস উদ্দিন কোম্পানী, ইঞ্জিনিয়ার মোকতার আলম হেলালী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক ইসমত আরা হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী কানিজ ফাতেমা লিমা ও উম্মে আদনান গফুর তোহামনি।  

Exit mobile version