parbattanews

শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই- কংজরী চৌধুরী

image001

মহালছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলা অত্যান্ত অপরিহার্য। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষে পরিণত হয়।

২৭ জানুয়ারি শুক্রবার বিকালে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কংজরী মারমার সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ুন কবির চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী, শিক্ষাবিদ মংসুইপ্রু চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান থুইলাঅং মারমা ও প্রধান শিক্ষক মমং মারমা।

শিক্ষক মোফাজ্জল হোসাইনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি আরও বলেন, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় অত্র উপজেলা প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি আলোকবর্তিকা। আমি অত্র বিদ্যালয়ের উন্নতিতে সকল প্রকার সহযোগিতা করব।  জাতির জনকের কন্যার সঠিক নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে, সরকার ১ জানুয়ারি সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছে । ৪১ সালের মধ্যে এ দেশ অবশ্যই উন্নত দেশে  পরিণত হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমরা সঠিকভাবে পড়ালেখার মাধ্যমে  উন্নত বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে আত্মনিয়োগ করবে।

অনুষ্ঠানের শেষান্তে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। পরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Exit mobile version